বোলপুরে সুপুর গ্রামে আগুনে ঝলসে শুক্রবারই মৃত্যু হয়েছিল মা ও ছেলের। আহত হয়েছিলেন বাবা। শনিবার সকালে মৃত্যু হল ওই ব্যক্তির। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। মৃত তিনজনের নাম শেখ আবদুল আলিম, রূপা বিবি এবং তাঁদের ছেলের নাম অয়ন শেখ।
জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন আবদুল আলিম। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তিনজনের চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই রূপা বিবি এবং অয়ন শেখের মৃত্যু হয়। আহত অবস্থায় আবদুলকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্য়ু হয় তাঁর।
এদিকে এই ঘটনার পরেই বগটুইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন অনেকেই। ২০২২ সালের ওই ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। এদিকে বোলপুরের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।