নিছক স্বামী-স্ত্রীর ঝগড়া। আর তার জেরেই প্রাণ দিয়ে মাশুল গুণতে হল আড়াই বছরের শিশু কন্যাকে(Minor Girl Murder)। স্ত্রীর ওপর প্রচণ্ড রেগে গিয়ে নিজের মেয়েকে নদীর জলে ছুড়ে ফেললেন এক বাবা। অভিযুক্তের নাম ফেকারুল, তিনি পেশায় দিনমজুর। হুঁশ ফিরতে যখন ছুটে গেলেন, তখন সব শেষ। আড়াই বছরের শিশুটি ততক্ষণে জলে ডুবে মারা গেছে। উত্তর দিনাজপুরের(North Dinajpur) ডালখোলা থানার(Dalkhola PS) সোনারপুর গ্রামের এই ঘটনায় শিউরে উঠেছেন রাজ্যবাসী।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম শবনম। রবিবার রাতে রোজা ভাঙার সময় ফেকারুল এবং তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলে তার রেশ। শেষে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ক্ষিপ্ত ফেকারুল গভীর রাতে তাঁর ঘুমন্ত কন্যাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছে সুধানী নদীর(Sudhani River) জলে ফেলে দিয়ে আসেন বলে অভিযোগ।
আরও পড়ুন- Maynaguri Girl Died: ১২ দিনের লড়াই শেষ, হাসপাতালেই মৃত্যু ময়নাগুড়ির নাবালিকা নির্যাতিতার
খবর পেয়ে ডালখোলা থানার(Dalkhola Police Station) পুলিশ ঘটনাস্থলে যায়। সোমবার সকালে জল থেকে তুলে মৃতদেহ ময়নাতদন্তের(Post Mortem) জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের(Raigaunj Medical College) মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও শিশুকন্যা খুনে অভিযুক্ত বাবা ফেকরুলকে আটক করে তদন্ত শুরু করেছে ডালখোলা থানা।