ভারতে ঢুকতে চেয়ে শীতলকুচিতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ। BSF সূত্রে জানা গিয়েছে তাঁদের রুখে দেওয়া হয়েছে। শুক্রবার শীলতকুচির পাঠানতুলির এই ঘটনায় সীমান্তের ওপার থেকে শোনা গিয়েছে নানা স্লোগান।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। বৃহস্পতিবারই ঢাকায় শপথ নিয়েছে অর্ন্তর্বতী সরকার। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্য়াগ করেছিলেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে।
শুক্রবার শীতলকুচি সীমান্তে ভারতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভারতে আসার জন্য ওপাড়ে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাঁরা জিরো পয়েন্টে বসে স্লোগান দিতে শুরু করেন। যদিও BSF-এর কড়া নজরদারির জেরে তাঁরা কেউই ঢুকতে পারেনি বলে খবর।
বৃহস্পতিবার মালদা সীমান্ত দিয়েও অনেকে ভারতে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। BSF-এর তরফে তাঁদের আটকান হয়। সেইসময় BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
সূত্রের খবর, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির জেরে অনুপ্রবেশের আশঙ্কা ছিল আগেই। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একাধিক এলাকায় কোনও কাঁটাতারের বেড়া না থাকায় চিন্তা বাড়ছে। ফলে সেই সমস্ত এলাকায় আরও বেশি করে বাহিনী মোতায়েন করা হয়েছে।