শিয়ালদহ শাখার ফের একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। ২০ ও ২১ জুলাই চলবে লাইন রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লোকাল ট্রেন নয়, একাধিক দূরপাল্লার ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এবং কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।
শুক্রবার পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শনিবার এক জোড়া নৈহাটি ব্যান্ডেল লোকাল, এক জোড়া শিয়ালদহ-শান্তিপুর লোকাল, একজোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল এবং একজোড়া কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
এছাড়াও রবিবার মোট চারজোড়া নৈহাটি ব্যান্ডেল লোকাল, দুজোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, দুজোড়া শিয়ালদহ-শান্তিপুর লোকাল এবং একজোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হয়েছে।
দূরপাল্লার একাধিক ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। পূর্বাঞ্চল এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেলের রুটিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেইকারণে ওই দুটিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
এদিকে রবিবার ছুটির দিন হলেও একাধিক বেসরকারি ও সরকারি অফিস খোলা থাকে। এছাড়াও রবিবার রয়েছে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ। সেকারণে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে লোকাল ট্রেনে করেই হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক আসবেন কলকাতায়। একাধিক লোকাল ট্রেন বাতিল থাকার ফলে তৈরি হতে পারে সমস্যা। এমনটাই আশঙ্কা করছেন অনেকেই।