বিশ্বকাপ (World Cup) শেষ হয়ে গিয়েছে প্রায় দিন সাতেক আগে। এবার বড়দিনের সন্ধ্যায় নিলামে (Auction) উঠবে বিশ্বকাপ। শুনতে অবিশ্বাস্য লাগছে? আসলে এটি বিশ্বকাপ তো বটে। কিন্তু সাজিয়ে রাখার বিশ্বকাপ নয়। এটাকে খেয়ে ফেলা যায়। সেই কারণেই নিলামে তোলা হবে হুবহু বিশ্বকাপের মতো দেখতে এই কেক বিশ্বকাপটিকে (World Cup Cake)। দাম হাজার দশেক টাকা।
থিম কেকের রমরমা যুগে ক্রিসমাসের সন্ধ্যায় বিভিন্ন আকারের কেক দেখা যায়। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে। সেই আমেজ এখনও কাটেনি। ক্রিসমাসে সেই আমেজ ধরে রাখতেই বিশ্বকাপ আকারের পেল্লায় কেক বানিয়ে সকলকে চমকে দিয়েছে জলপাইগুড়ির বাবু পাড়ার একটি কেক প্রস্তুতকারক সংস্থা।
আরও পড়ুন- বাইরে ফুটবল-কেক, ভাঙলেই রসোগোল্লা! ফুটবল অন্ত প্রাণ বাংলায় বিশ্বকাপ স্পেশাল মিষ্টি
প্রতিবছরই ক্রিসমাসের সময় বিভিন্ন ধরনের কেকের সঙ্গে একটি বিশাল আকৃতির ফ্রুট কেক বানানো হয় এই সংস্থার তরফে। গতবছরের থিম ছিল বুর্জ খালিফা। এই বছর বড়দিনের সন্ধ্যায় থিম রাখা হয়েছে বিশ্বকাপ। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নিলামে উঠবে এই আশ্চর্য কেকটি।
প্রায় তিন কিলোগ্রাম ময়দার সঙ্গে তিন কিলোগ্রাম চিনি, বিভিন্ন ড্রাই ফ্রুটস, ডিম, মাখন, মার্জারিন ইত্যাদি বিভিন্ন কেকের উপকরণ দিয়ে তৈরি হয়েছে বিশ্বকাপ কেকটি। এটির উচ্চতা ৩ ফুট। ওজন ২৫ পাউন্ড। নিলামে কেকের দাম রাখা হয়েছে দশ হাজার টাকা।