সন্দেশখালি প্রসঙ্গে এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর অভিযোগ, শাহাজাহান শেখ কোথায় রয়েছে সেবিষয়ে জানে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্বেও তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি।
কলকাতায় নির্মলা সীতারমন
মঙ্গলবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চড়া সুরে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি। জব কার্ড এবং আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গেও তোপ দাগেন তিনি।
নির্মলা সীতারমনের অভিযোগ, গোটা রাজ্যজুড়ে দুর্নীতি ও সিন্ডিকেট ভিত্তিক অপরাধ ঘটছে। রাজ্য পুলিশ সব জেনেও পদক্ষেপ নিচ্ছে না। তারা শাসকদলের ক্যাডারে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তৃণমূলের কটাক্ষ
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যকে একাধিক খাতে পুরস্কার দিয়েছে।