রাজ্যের রেশন দুর্নীতির তদন্তে নয়া মোড়। শুক্রবারের সন্দেশখালির ঘটনায় এবার ইডির বিরুদ্ধে পাল্টা এফআইআর। শনিবার ন্যাজাট থানায় পাল্টা এফআইআর করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ-সহ মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। বিনা ওয়ারেন্টে কেন তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হল, সেই অভিযোগও এফআইআরে করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এই ব্যাপারে ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা শাহজাহানের বাড়ির এক কর্মী।
শাহজাহানের ওই কর্মচারীর অভিযোগ, আইনি তল্লাশি পরোয়ানা ছাড়াই বাড়িতে এসে তালা ভেঙেছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের করেছেন শাহজাহানের কর্মচারী। ন্যাজাট থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি ইডির অভিযোগও জমা পড়েছে থানায়। পুলিশ নিজে থেকেও একটি অভিযোগ দায়ের করেছে।
এই পরিস্থিতিতে শুক্রবারের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যা শুরু হয়েছে বলেও জেলা পুলিশের দাবি। এদিকে শুক্রবারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন। জানা গিয়েছে জেলা প্রশাসনের সঙ্গে একদফায় কথা বলেছেন রাজ্যে মুখ্যসচিব বিপি গোপালিকা।