কসবায় ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল কলকাতা পুলিশ। কসবা থানায় মামলা রুজু করেন মৃত ছাত্রের বাবা পাপ্পু শেখ। FIR-এ নাম রয়েছে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল এবং আরও দুই শিক্ষকের। এদিকে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে ওই বেসরকারি স্কুলে যাচ্ছে ফরেনসিক দল। এছাড়াও শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীও সেখানে গিয়েছেন।
সোমবার কসবা রথতলা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতক করে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করে স্কুলের পিন্সিপ্যাল জানিয়েছেন, মৃত পড়ুয়াকে হেনস্থা করা হয়নি।
এদিকে মঙ্গলবার সকালেই কসবা থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ৩০২ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More- কসবায় ছাত্রের রহস্য মৃত্যু, শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। সেই ঘটনার তদন্ত চলছে এখনও। তারই মধ্যে কসবার ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কেন বারবার পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটছে তা নিয়ে নান মহলে প্রশ্ন উঠছে।