ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের (Bikaner Guwahati Express) চালক এবং কো-পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল জিআরপিতে।
উত্তর রায় নামে এক যাত্রী অভিযোগ দায়ের করেছেন। তিনি ও পরিবারের আরও তিন সদস্য রাজস্থান থেকে ফিরছিলেন। যাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, বাকি দু'জন গুরুতর আহত। লোকো পাইলট এবং কো-পাইলটের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, প্রবল গতিতে ট্রেন চালানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৭৯, ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুর্ঘটনার সময় ঠিক কী হয়েছিল, সেই ভয়াবহ অভিজ্ঞতা জানালেন চালক নিজেই
শুক্রবার বিকেলে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। ইঞ্জিনের ত্রুটি জানার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। ভেঙে পড়া ট্র্যাকশন মোটর পরীক্ষার জন্য ফরেনসিক দফতরে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকার্য শেষ হয়েছে। লাইনকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার কাজ চলছে।