চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। এবার বহরমপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করলেন তাঁর প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে।
গত ২৫ জুন মৃত্যু হয় চিকিৎসক অনির্বাণ দত্তের। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। পরিবারের তরফে জানানো হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। স্থানীয় এক হোমিও চিকিৎসক তাঁর ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন বলে খবর। যদিও প্রথম দিন থেকেই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্যায়।
এবিষয়ে শর্মি চট্টোপাধ্যায়ের অভিযোগ, মৃত্যুর পর তড়িঘড়ি দেহ পোড়ানো হয়েছে। এমনকি, তাঁর সন্তানকেও শেষকৃত্য করতে দেওয়া হয়নি। চিকিৎসক অনির্বাণ দত্তের বর্তমান স্ত্রীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন তিনি। মৃত চিকিৎসকের উপর অত্যাচার চালানো হত বলে দাবি তাঁর।