বর্ধমান মেডিকেল কলেজের(Burdwan Medical College) কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত এক করোনা রোগী।
শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই আগুন দেখা যায় হাসপাতালে কোভিড(Covid) ওয়ার্ডে। সেখানেই ৬ নম্বর ব্লকে করোনা(Corona) আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানের(East Burdwan) গলসির বাসিন্দা সন্ধ্যা মন্ডল। শনিবার ভোরের অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ৩,৮০৫ জন, মৃত ৩৪
হাসপাতাল সূত্রে খবর, এক কোভিড রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি বাকিদের ঘুম ভাঙ্গান। আগুন লাগার পর হাসপাতালে কর্মীরাই(Hospital Staffs) প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনেন ওই লেলিহান শিখা। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী(Fire Brigade)।
দমকল কর্মীদের(Fire Brigade) প্রাথমিক অনুমান, মশা মারার ধুপ অথবা লাইটার বা দেশলাই থেকেই আগুন লেগেছে ওই কোভিড ওয়ার্ডে(Covid Ward)।