শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন । রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি দোকানে আগুন লাগে । মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয় পড়ে আশেপাশের দোকানগুলিতেও । মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢাকে আকাশ । ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । ঘটনার জেরে একাধিক দোকান পুড়ে ছাই । ব্যাহত হয় রেল পরিষেবাও । প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ক্য়ানিং লাইনে । দুপুর একটা থেকে ফের পরিষেবা চালু হয়েছে বলে জানা গিয়েছে ।
রবিবার ছুটির দিন । অন্যান্য দিনের তুলনায় এদিন স্টেশনে একটু ভিড় কম । যাঁরা কাজে বা অন্য কোনও প্রয়োজনে বেরিয়েছিলেন, তাঁরা স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলেন । ঘড়িতে তখন সাড়ে দশটা । হঠাৎ একটা আওয়াজ, দেখা যায়, প্ল্যাটফর্মে একটি দোকান দাউ দাউ করে জ্বলছে । বিধ্বংসী আকার নেয় আগুনের লেলিহান শিখা। তা ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে আশেপাশে । আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও দমকল বাহিনী । কিন্তু আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের । আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা । অবশেষে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
আগুন লাগার ঘটনায় অনেক দোকান পুড়ে গিয়েছে । প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর । এদিকে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে শিয়ালদা–ক্যানিং সংশ্লিষ্ট রুটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা । রেল সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ ১নং প্ল্যাটফর্ম থেকে প্রথম রওনা দিয়েছে ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল । দক্ষিণ শাখায় রেল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ।
কী থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে । দমকল বাহিনীর দাবি, শট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে ।