কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজে (Kalyani JNM Medical College) আগুন (Fire) । মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ আগুন লাগে । মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে (Isolation Ward) আগুন লাগে বলে খবর । দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
মঙ্গলবার রাতে আইসোলেশন ওয়ার্ডের পিছন দিক থেকে ধোঁয়া বেরোতে দেখে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় । ওই ওয়ার্ডে একজন রোগী ভর্তি ছিল বলে জানা গিয়েছে । তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । এরপর দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে । সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয় । যদিও, কী কারণে ঘটনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা ।
আরও পড়ুন, West Bengal Weather: ঘন কুয়াশায় ব্যাহত বিমান চলাচল, সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা
এই বিষয়ে মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্য অধিকর্তা বলেন, 'রাতের বেলায় মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । তখনই দমকলে খবর দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । জিনিসপত্রের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।'