বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বাবা, মা ও তাঁদের সন্তানের। রবিবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোরে ওই বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। সেসময় বাড়িতে ঘুমোচ্ছিলেন ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী মহিমা বেগম এবং এবং তাঁদের ১ বছরের সন্তান হুমায়রা খাতুন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনায় একজন আহত হয়েছেন।
আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা প্রথমে দমকলে ও থানায় খবর দেন। অতি দ্রুত সেখানে দমকল পৌঁছে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাড়ির ভিতরেই মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়াও আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More- পাকিস্তানকে হারাতেই রোহিতদের শুভেচ্ছা রাজ্যপালের, টিমকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাত ২টো বা ৩টে নাগাদ আগুন লাগে। তবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।