শনিবার সাতসকালে ভয়াবহ আগুন লাগল পূর্ব বর্ধমানের কালনার একটি বাড়িতে। ঘটনার খবর পেয়ে তিনটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। এবং ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমাণ পুলিশের।
কোথায় আগুন লাগে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে জুতোর গুদাম রয়েছে আবদুল কাদের মিঁঞার বাড়িতে। ভোররাতে ওই গুদামে আগুন লাগে। কোনওভাবে আবদুলের স্ত্রী ও মেয়ে নেমে এলেও আটকে পড়েন বাড়ির মালিক।
অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুরেও আগুন লাগে শনিবার ভোরে। একটি পরচুলা তৈরির কারখানায় আচমকা আগুন লেগে যায়। ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।