কাঁকুড়গাছির লোহাপট্টিতে ভয়াবহ আগুন। আর তার জেরে পাঁচটি কারখানা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় কয়েকঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার গভীর রাতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। তারপর আশপাশের কয়েকটি কারখানায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তারপর ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
দমকলের তরফে জানানো হয়েছে, ওই এলাকাটি ঘিঞ্জি হওয়ায় সেখানে যেতে বেগ পেতে হয়েছে। তবে অতিদ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসিন্দাদের দাবি, কয়েক লাখ টাকার সামগ্রী পুরোপুরি নষ্ট হয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। শর্ট সার্কিট নাকি এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।