সাত সকালে প্লাস্টিক কারখানায় আগুন(Fire Broke out in Belur)। বুধবার এই ঘটনার জেরে আতঙ্ক ছড়াল লিলুয়া মতোয়ালা রোডে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ বেলুড় থানার লিলুয়ায় (Fire Broke out in Belur) একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা এলাকা। দূর থেকে কালো ধোঁয়া দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে আতঙ্কে অন্যান্য কারখানা(Lilua Fire) থেকেও বেড়িয়ে পড়েন কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে বাসিন্দারাই ওই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে এলাকায় আসে দমকলের ২টি ইঞ্জিন। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বুঝে আনা হয় আরও ২টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই ঘটেছে এই অগ্নিকাণ্ড(Fire Broke out in Lilua)। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন- West Bengal Weather Update: ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, মাস শেষে উধাও শীত