ডানলপের বহুতলে আগুন। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। স্থানীয়দের অনুমান, বহুতলের একটি ফ্ল্যাটে থাকা সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। বহুতলে রয়েছে একটি বেসরকারি ব্যাঙ্ক সহ একাধিক ছোট ছোট দোকান। ওই বহুতলে অনেকে আটকে পড়েছেন বলেও আশঙ্কা স্থানীয়দের।
জানা গিয়েছে, সকালে পুজো চলাকালীন জ্বলন্ত প্রদীপ থেকে আগুন ধরে যায়। পরবর্তীতে সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে বেশকিছু আবাসিক এখনও ছাদে আটকে আছেন বলেই খবর। এদিকে, দমকল সূত্রে খবর, যে তলায় বিস্ফোরণ হয়েছে, সেটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল।
আরও পড়ুন- Sukanya Mondal: দিল্লিতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু ইডির, সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা