অল্পের জন্য রক্ষা পেল রাধিকাপুর কলকাতা কুলিক এক্সপ্রেস। শনিবার সকালে মালদা টাউন স্টেশন ছাড়ার পর ট্রেনের চাকার আগুন লেগে যায়। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
কোথায় আগুন লাগে?
জানা গিয়েছে, জেনারেল কোচের ব্রেক বাইন্ডিং-এ আগুন লেগেছিল। দ্রুত আগুন নিভিয়ে মেরামত করা হয়। তারপর ১০টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি ফের যাত্রা শুরু করে।
দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম! বিমান ওঠানামায় বিলম্ব, সমস্যা যাত্রীদের
ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেই ট্রেন চালানো হচ্ছে।