আয়ত্তে আনা গিয়েছে শিলিগুড়ির বস্তি এলাকার বিধ্বংসী আগুন। একাধিক লাইট টাওয়ার নিয়ে এসে দীর্ঘক্ষণ সার্চ অপারেশন করার পর আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ বেশ কয়েকজন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু বাড়ি। তবে, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার সন্ধে ৭টা নাগাদ আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চঞ্চল সৃষ্টি হয় শিলিগুড়িতে। ১৮ নম্বর ওয়ার্ডের বাবরাকোট বাস স্ট্যান্ড সংলগ্ন রানা বস্তি এলাকায় আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকল আসার আগে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ক্রমশই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তেই বস্তির একাধিক বাড়ি আগুনে পুড়ে যায়। মোট ৮ থেকে ন'টি সিলিন্ডার ব্লাস্ট করায় আগুনের তীব্রতা আরও ভয়াবহ রূপ ধারণ করে।
প্রথমে দমকলের দু'টি ইঞ্জিন এলেও ধীরে ধীরে আটটি দমকল পৌঁছায় ঘটনাস্থলে। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে নিয়ে আসা যায় আগুন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকলকর্মী। কিভাবে আগুন লাগল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।