আলিপুরদুয়ারের জলদাপাড়ার হলং বাংলোতে ভয়াবহ আগুন। মঙ্গলবার রাতে এই ঐতিহ্যবাহী বাংলোয় আগুন লেগে যায়। কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, আগুনে বাংলোর সিংহভাগ ভষ্মীভূত হয়ে গিয়েছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পছন্দের জায়গা ছিল এই হলং বাংলো। বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে। সূত্রের খবর, প্রতি বছর বর্ষায় ১৫ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলো বন্ধ রাখা হয়।
জলদাপাড়া জাতীয় উদ্যানের জেলা বনাধিকারিক প্রবীণ কাশোয়ান জানিয়েছেন, কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে।