ইদের দিন উলুবেড়িয়ার নিমদিঘিতে ভয়াবহ আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমা করে রাখা হোগলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় কিছু ঝুপড়িও। কীভাবে এই আগুন লাগল, তা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
পাশেই নিমদিঘির মেলা চলছিল। আগুন সেই মেলার কিছু দোকানেও ছড়িয়ে পড়ে বলে খবর। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আরও দুটি ইঞ্জিন আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল।