অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে লেকটাউনে বিক্ষোভ কর্মসূচি দমকল মন্ত্রী সুজিত বসুর। প্রতিবাদে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
মঙ্গলবার দিল্লিতে কৃষি দফতর থেকে টেনে হিঁচড়ে অভিষেক-সহ (Abhishek Banerjee) ফিরহাদ হাকিম, কল্যান বন্দ্যোপাধ্যায়দের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এদিন, মন্ত্রীর দেখা না পেয়ে কৃষি দফতরে অবস্থানে বসেছিলেন অভিষেকরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে, ঘটনার প্রতিবাদে দিল্লির রাস্তায় মিছিল শুরু করেছে তৃণমূলের ছাত্র-যুব নেতা-কর্মীরা। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে, 'নরেন্দ্র মোদী হায় হায়, অমিত শাহ হায় হায়।' পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত '