ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস। শুক্রবার সকালে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ স্টেশনে।
রাজবাঁধ স্টেশনে দুর্ঘটনা
শুক্রবার সকালে হাওড়া থেকে যাত্রা শুরু করে দুরন্ত এক্সপ্রেস। রাজবাঁধ স্টেশনে পৌঁছনোর পর ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখতে পাওয়া যায়। এর পরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। তারপর ইঞ্জিয়ররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে খবর পেয়েই রেলের আধিকারিকরা সেখানে পৌঁছন। দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। কিছুক্ষণের চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন তাঁরা। যদিও কী কারণে ধোঁয়া বের হতে শুরু হয়েছে তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমাণ ব্রেক বাইন্ডিংয়ে যান্ত্রিক ত্রুটির জন্য ধোঁয়া বের হয়।