সোমবার রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হল পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সন্ধে নাগাদ কোমরে অসহ্য ব্যথা অনুভব করেন তিনি। সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। একটি অতি গুরুত্বপূর্ণ ইনজেকশন দেওয়া হবে। এবং সেকারণেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ইনজেকশন দেওয়ার পর তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, শারীরিক অবস্থা ঠিক থাকলে মঙ্গলবারেই ছুটি দেওয়া হবে তাঁকে। তবে কী কারণে তাঁর কোমরে ব্যথা শুরু হল তা জানা যায়নি।