Firhad Hakim:ভারী বৃষ্টি হলেও ঘণ্টা পাঁচেকের মধ্যেই জল নেমে যাবে, আশ্বাস মেয়রের

Updated : Aug 15, 2022 12:52
|
Editorji News Desk

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ৮-১০ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে আবারও কি জলযন্ত্রণায় (Kolkata Drainage System) ভুগবেন শহরবাসী? 

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ২২ শ্রাবণ উপলক্ষে নিমতলায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি এই প্রসঙ্গে বলেন, “আগে কলকাতার কোনও কোনও জায়গায় ৪-৫ দিন জল দাঁড়িয়ে থাকত। এখন ৪-৫ ঘণ্টাতেই তা নেমে যায়। শহর জুড়ে জল নিকাশি ব্যবস্থার ঢালাও পরিবর্তন হয়েছে। মেয়র জানান, “সাধ্য় মতো বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে। এখন এক-দু’ঘণ্টার মধ্যে ১০০-১৫০ মিমি বৃষ্টি হচ্ছে। ফলে জলের পরিমাণ বাড়ছে। তবে জল বের করার ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। ভারী বৃষ্টি হলে জল জমে, সেটা তখনই বের করা সম্ভব নয়। তবে চার—পাঁচ ঘণ্টার মধ্যে এলাকা থেকে জল বের করে দেওয়া হচ্ছে। কিন্তু আগে তিন-চার দিন জল দাঁড়িয়ে থাকত। ”

উল্লেখ্য, ফি বছর বর্ষায় জলযন্ত্রণায় ভোগে কলকাতার অনেক এলাকার বাসিন্দা। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, আমর্হাস্ট স্ট্রিটে এই সমস্যা বেশি। অন্যদিকে দক্ষিণ কলকাতায় আলিপুর, বেহালা এলাকায় একই সমস্যা। তবে মেয়রের আশ্বাস, নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। ফলে বৃষ্টির চার-পাঁচ ঘণ্টার মধ্যেই জল নেমে যাবে। একই সঙ্গে তিনি এলাকাকে প্লাস্টিকমুক্ত করার বার্তাও দিয়েছেন। মেয়র বলেন, “প্লাস্টিক এখনও অনেকেই ব্যবহার করছেন। প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না, তাতে ড্রেনের মুখ বন্ধ হয়ে নিকাশির সমস্যা হয়।”

 

 

 

 

firhad hakimkolkata

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন