আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ৮-১০ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে আবারও কি জলযন্ত্রণায় (Kolkata Drainage System) ভুগবেন শহরবাসী?
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ২২ শ্রাবণ উপলক্ষে নিমতলায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি এই প্রসঙ্গে বলেন, “আগে কলকাতার কোনও কোনও জায়গায় ৪-৫ দিন জল দাঁড়িয়ে থাকত। এখন ৪-৫ ঘণ্টাতেই তা নেমে যায়। শহর জুড়ে জল নিকাশি ব্যবস্থার ঢালাও পরিবর্তন হয়েছে। মেয়র জানান, “সাধ্য় মতো বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে। এখন এক-দু’ঘণ্টার মধ্যে ১০০-১৫০ মিমি বৃষ্টি হচ্ছে। ফলে জলের পরিমাণ বাড়ছে। তবে জল বের করার ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। ভারী বৃষ্টি হলে জল জমে, সেটা তখনই বের করা সম্ভব নয়। তবে চার—পাঁচ ঘণ্টার মধ্যে এলাকা থেকে জল বের করে দেওয়া হচ্ছে। কিন্তু আগে তিন-চার দিন জল দাঁড়িয়ে থাকত। ”
উল্লেখ্য, ফি বছর বর্ষায় জলযন্ত্রণায় ভোগে কলকাতার অনেক এলাকার বাসিন্দা। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, আমর্হাস্ট স্ট্রিটে এই সমস্যা বেশি। অন্যদিকে দক্ষিণ কলকাতায় আলিপুর, বেহালা এলাকায় একই সমস্যা। তবে মেয়রের আশ্বাস, নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। ফলে বৃষ্টির চার-পাঁচ ঘণ্টার মধ্যেই জল নেমে যাবে। একই সঙ্গে তিনি এলাকাকে প্লাস্টিকমুক্ত করার বার্তাও দিয়েছেন। মেয়র বলেন, “প্লাস্টিক এখনও অনেকেই ব্যবহার করছেন। প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না, তাতে ড্রেনের মুখ বন্ধ হয়ে নিকাশির সমস্যা হয়।”