ফের চর্চায় জেলবন্দী অনুব্রত মন্ডল। শনিবার বীরভূমে গিয়ে তৃণমূল জেলা সভাপতিকে 'বাঘ' বলে সম্মোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রামপুরহাটের বিষ্ণুপুরের সভা থেকে অনুব্রতকে এই আখ্যা দেন রাজ্যের মন্ত্রী।
রামপুরহাটের হাসন বিধানসভা এলাকার বিষ্ণুপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান ফিরহাদ। তাঁর কথায়, ‘‘বনের বাঘ এক দিক থেকে অন্য দিকে চলে গেলে শেয়ালরা মাঝেমাঝে লাফালাফি করে। আবার যেই বাঘ আসে, তখন শেয়ালগুলি লেজ নাড়িয়ে পালিয়ে যায়।’’ পাশাপাশি, বিজেপিকে দেশের সবচেয়ে বড় চোর বলেও কটাক্ষ করেন এই তৃণমূল নেতা।
আরও পড়ুন- Behala Crime News: ভরদুপুরে ভয়াবহ কাণ্ড বেহালায়, সাতজনকে কাটারির কোপ স্থানীয় দোকানির
তবে ফিরহাদের এই হুঁশিয়ারির দিনেই অনুব্রতকে নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, অনুব্রত মুখ খুললে কালীঘাটের অবস্থা শোচনীয় হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে অনুব্রতকে বীরের সম্মান দিতে বাধ্য হয়েছেন।