অবৈধভাবে পুকুর ভরাটের জন্য রাবিস বোঝাই গাড়ি ধরলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাঝেরহাট ব্রিজের কাছে ওই গাড়ি ধরেন তিনি। এরপর সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
সোমবার দুপুরে জোকায় একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফিরহাদ। সেসময় মাঝেরহাট ব্রিজের কাছে ওই রাবিস বোঝাই গাড়ি দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটকান। ওই এলাকায় পুলিশ থাকা সত্বেও কীভাবে অবৈধভাবে গাড়ি যাচ্ছে সেনিয়ে প্রশ্ন তোলেন মেয়র।
এবিষয়ে মেয়র বলেন, "মাঝেরহাট ব্রিজের উপর আমি একটি গাড়ি দেখলাম। আটকালাম। রাবিস নিয়ে যাচ্ছিল। চারপাঁচটা গাড়ি এভাবে যাচ্ছিল। সবার নম্বর লিখে রেখেছি। পুলিশ কমিশনারকে দেব।"
পাশাপাশি পুলিশের উদ্দেশে প্রশ্ন তোলেন, "কীভাবে পুলিশের নজর এড়িয়ে গেল ওই লরি?"