১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট ছিল । কিন্তু, সেই শো বাতিল হয়েছে । এই নিয়ে বিতর্কও তুঙ্গে রয়েছে । রাজনৈতিক জোলঘোলাও শুরু হয়েছে । কী কারণে বাতিল হয়েছে শো,এদিন তারই কারণ ব্যাখ্যা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তাঁর অভিযোগ, কনসার্টের জন্য হিডকোর কাছে কোনও আবেদনই জমা পড়েনি । তবে, ইকো পার্কের (Eco Park) বদলে অন্য কোনও জায়গায় কনসার্ট (Arijit Singh Concert ) হতে পারে বলে জানান তিনি।
এদিন ফিরহাদ সাংবাদিক বৈঠকে বলেন, “এই সময় জি-২০ সম্মেলন রয়েছে । তাছাড়া, প্রতিদিনই ভিড় হচ্ছে ইকো পার্কে । হাজার হাজার মানুষ আসছে । তাই ওই সময় কোনও বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা ঠিক নয় । ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছে পুলিশ । তাছাড়া, অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতিও নেওয়া হয়নি । হিডকোর কাছেও কোনও আবেদন আসেনি উদ্যোক্তাদের তরফে ।" ইকো পার্কের বদলে অন্য কোনও জায়গায় কনসার্ট হতে পারে বলে জানান তিনি। কেন অনুমতি না নিয়ে টিকিট বিলি হয়েছে? এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন, Arijit Singh Show : অধিকাংশ টিকিট বিক্রি শেষ, ইকো পার্কে অরিজিতের শো নিয়ে জটিলতা
এদিকে, অরিজিতের কনসার্ট বাতিল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । এই বিষয়কে হাতিয়ার করে ফের শাসকদলকে আক্রমণ করছে গেরুয়া শিবির । ‘মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ার জন্যই কী এই শো বাতিল করা হল ?’ সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছে বিজেপি ।