India-Nepal Bus Service: বুধবার থেকে সরকারি উদ্যোগে শুরু ভারত-নেপাল বাস পরিষেবা, উদ্বোধনে ফিরহাদ হাকিম

Updated : Jul 13, 2022 14:52
|
Editorji News Desk

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার সরকারি উদ্যোগে শুরু হল ভারত-নেপাল বাস পরিষেবা। বুধবার শিলিগুড়ির তেনজিং নরগে বাসস্ট্যান্ড থেকে এই বাস পরিষেবার সূচনা করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। 

সপ্তাহে তিন দিন এই বাস চলবে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার বাস ছাড়বে নেপালের উদ্দেশে। অন্য দিকে নেপাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার ছাড়বে বাস। আপাতত দুটি বাস চলবে। দুটি বাসই শীতাতপ নিয়ন্ত্রিত। বাসে আসন সংখ্যা ৪০টি।

পরিবহণ মন্ত্রী জানান, এনবিএসটির (NBSTC) উদ্যোগে শিলিগুড়ি-কাঠমান্ডু সরকারি বাস পরিষেবা চালু হল। ইতিমধ্যে কলকাতা-ঢাকা বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গ থেকেও শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা চালু হয়ে যাবে ৷ মন্ত্রী বলেন, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে যত বেশি মানুষের আদান-প্রদান হবে তত অর্থনৈতিক বিকাশ ঘটবে ৷ যেহেতু উত্তরবঙ্গ পর্যটন শিল্পের বড় জায়গা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এখানে চা বাগানগুলিতে হোম স্টে চালু করেছেন ৷ ফলে সারা ভারত থেকে পর্যটকরা এখন উত্তরবঙ্গে আসছেন ৷ বিষয়টিকে অর্থনৈতিক বিপ্লব বলে দাবি করেন ফিরহাদ৷ 

আরও পড়ুন- Mahua Moitra Unfollows AITC on Twitter: দেবী কালী নিয়ে মন্তব্য, টুইটারে তৃণমূলকে আনফলো করলেন মহুয়া মৈত্র 

পরিবহণ মন্ত্রী জানান, পারমিট দেওয়ার পরও করোনার জেরে অনেকদিন আটকে ছিল ভারত-নেপাল বাস পরিষেবার উদ্বোধন ৷ এখন থেকে নিয়মিত এই বাস পরিষেবা চলবে।

সরকারি সূত্রে খবর, উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ঘটাতে এবং নেপালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করতে দু’বছর আগেই ভারত-নেপাল বাস পরিষেবা চালুর উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ কিন্তু দেশব্যাপী কোভিড পরিস্থিতি এবং লকডাউনের জেরে এতদিন সেই পরিষেবা চালু করা সম্ভব হয়নি ৷ এতদিনে এই পরিষেবা চালু হয়। 

busNepalSiliguriNBSTCIndia-Nepal Bus Servicefirhad hakim

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি