মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty) নাকি যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক দাবি করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মিঠুন চক্রবর্তীর উপরে রেগে না যান, তা নিশ্চিত করতে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনেতা।
আরও পড়ুন- ‘বিজেপিতে ভোট দিন, চোর ধরা হবে জেলে ভরা হবে’, তৃণমূলের গুন্ডামি রুখতে হুঁশিয়ারি জেপি নাড্ডার
এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। এমনকি মুখ্যমন্ত্রী অভিনেতার রাজনৈতিক গুরু সে কথা তিনি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন। তাঁকে এও বলতে শোনা গিয়েছিল, তৃনমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়।