গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) উপলক্ষ্যে প্রশাসনের তরফে নেওয়া ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জানান, করোনা সংক্রমণের মধ্যেও সংক্রমণমুক্তভাবে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) পরিচালনা করা রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর(CM of Bengal) নির্দেশ মেনে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের তরফে, জানান পরিবহন মন্ত্রী।
পরিবহণ মন্ত্রী জানান, ১০০% সংক্রমণ রোখা সম্ভব নয় কোনও সরকারের পক্ষে। তার মধ্যেও যাতে ৯০% সংক্রমণ রুখে দেওয়া যায়, তার জন্য সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার(West Bengal Govt.)। তিনি আরও জানান, রাজ্য সরকারের কঠোর তত্ত্বাবধানে গঙ্গাসাগর মেলায় চলছে করোনা(Coronavirus) পরীক্ষার কাজ।
এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে মিটিয়ে ফিরতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে প্রশাসনের তরফে। প্রতিবছরের মতো এই বছরেও রয়েছে ই-স্নানের(E-bath) ব্যবস্থা।
আরও পড়ুন- Tiger: গোসাবা থেকে খাঁচাবন্দি বাঘটিকে এখনই ছাড়া হবে না জঙ্গলে, জানালেন বন দফতরের আধিকারিকরা
এর পাশাপাশি ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, জাত-ধর্ম-বর্ণ-ভাষা-সংস্কৃতি, সবকিছুতেই বিজেপি(BJP) ভেদাভেদের রাজনীতি করে। দিলীপ ঘোষকে(Dilip Ghosh) তুলোধনা করে তিনি জানান সকলকে নিয়ে পথ চলার শিক্ষা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু ভেদাভেদের রাজনীতি করে আসলে বিজেপি(BJP) মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মত ফিরহাদ হাকিমের(Firhad Hakim)।