মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। বিধানসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ক্রিমিন্যাল জাস্টিস ডেলিভারি সিস্টেম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মৃত্যু পর্যন্ত দলনেত্রীর সঙ্গে তিনি থাকবেন।
বিধানসভায় ফিরহাদ বিজেপি বিধায়কদের কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন, তাঁর বাড়িতে CBI গোয়েন্দা পাঠিয়েও কী লাভ হয়েছে? বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি বলে দাবি তাঁর। তখনই তিনি কটাক্ষের সুরে বলেন, অনেকেই মমতাকে ছেড়ে চলে গিয়েছেন।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ফিরহাদের বক্তব্য অনুযায়ী, "আপনারা আমার বাড়িতে CBI পাঠিয়ে কী পেয়েছেন? ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব! কখনও দিদিকে ছেড়ে যাব না। মৃত্যু পর্যন্ত থাকব। কেউ কেউ চলে গিয়েছেন।"
বিশেষজ্ঞ মহলের ধারণা ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন। কারণ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, নারদ মামলা থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।