"একটা জিনিস ভুল হয়েছে। সেটার জন্য আমরা ক্ষমাস্বীকার করছি। সেটা মানুষজনকে বলুন", মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটলের ঘটনা নিয়ে কেএমআরসিএলকে এভাবেই মানুষের কাছে ক্ষমা চাইতে বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এই ঘটনায় উদ্বেগে ওই এলাকার বাসিন্দারা। শুক্রবার জরুরি বৈঠকও ডাকেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার, কেএমআরসিএল এবং সিইএসসি'র আধিকারিকরা। বউবাজারে কেন পর পর বাড়িতে ধস? ফিরহাদের ক্ষোভের মুখে পড়ল কেএমআরসিএল।
কী কারণে ফের বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরল, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। এছাড়া কলকাতা পুরসভাও সমীক্ষা করবে জানা গিয়েছে। কেএমআরসিএলের একটি পৃথক রিপোর্ট পুরসভায় জমা দেওয়ার কথা।
বৈঠক শেষ হওয়ার পর ফিরহাদ হাকিম জানান, কোন বাড়ি ভাঙতে হবে, কোন বাড়ি সংস্কার হবে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা রিপোর্ট দিলে জানতে পারব। কিছু বাড়ির অবস্থা খুবই খারাপ। তবে ৮-৯টি বাড়ি থাকার উপযুক্ত। ক্ষতিগ্রস্ত হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ জোর করে ওখানে থেকে গিয়েছেন। এলাকার নিকাশি ব্যবস্থার হাল খারাপ।
মেট্রোর কাজ এখনও চলছে। সেক্ষেত্রে স্থানীয়দের রুজিরুটির ওপর যাতে কোনও প্রভাব না পড়ে, তা কেএমআরসিএল-কে খতিয়ে দেখার নির্দেশ মেয়রের। ক্ষতিগ্রস্তদের সহযোগিতারও আশ্বাস দেন মেয়র।