ধর্মতলায় ২১ শে জুলাইয়ের সভাস্থলেই বুধবার সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবার ওই সভা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ২১ শে জুলাইয়ের সঙ্গে ২৯ শে নভেম্বর বিজেপির সভার কোনও তুলনা করা যায় না। কারণ ২১ শে জুলাই শহিদ দিবস পালন করা হয়। কোনও রাজনৈতিক সভা করা হয় না সেখানে।
২৯ নভেম্বর ধর্মতলায় CESC ভবনের সামনে সভা করবে বিজেপি। ওই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সভা নিয়ে বিস্তর জলঘোলা হলেও বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুমতি পেয়েছে গেরুয়া শিবির।
বিজেপির দাবি, ওই স্থানে সভা করার জন্য দুবার আবেদন করা হলেও কলকাতা পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। এরপর কলকাত হাইকোর্টে মামলা দায়ের করে গেরুয়া শিবির। কী কারণে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না তা জানতে চায় আদালত। এমনকি, রাজ্যকেও ভর্ৎসনার মুখে পড়তে হয়।