কোনও হকার উচ্ছেদ করা হয়নি। একথা স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মতো গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান সহ বিভিন্ন এলাকায় সমীক্ষা শুরু হয়েছে।
হকার উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একমাস উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সমীক্ষা চালানোরও পরামর্শ দিয়েছিলেন। সেইমতো শুক্রবার বৈঠকে বসেন ফিরহাদ। বৈঠক শেষে তিনি জানান, উচ্ছেদ অভিযান বন্ধ রাখার পাশাপাশি হকারদের জন্য নয়া অ্য়াপ তৈরি করা হবে। আধার লিঙ্ক করা ওই অ্য়াপে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে।
ফিরহাদ জানিয়েছেন, এক মাস ধরে সমীক্ষা চালানো হবে। তারপর তৈরি করা হবে হকারদের জন্য নির্ধারিত জোন। পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে। এবং সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়া হবে।
অন্যদিকে শুক্রবার থেকেই বেআইনি পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পুরনিগম ও পুলিশ। কলেজস্ট্রিট সহ উত্তর কলকাতার একাধিক এলাকা থেকে একাধিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।