তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সমালোচনা এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। এর আগে পর্যন্ত তৃণমূলের কোনও শীর্ষ নেতা ওই তৃণমূল নেতার প্রকাশ্যে সমালোচনা করেননি। সে অর্থে ফিরহাদই প্রথম যিনি শেখ শাহাজাহনের বিরুদ্ধে মুখ খুললেন।
শনিবার সিরিটি শ্মশানের একটি কর্মসূচিতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, শাহজাহান যা করেছে তা খুব অন্যায় কাজ হয়েছে।
কী বলেছেন ফিরহাদ?
ফিরহাদ বলেন, "শাহজাহান যে কাজ করেছে তা খুব অন্যায়। আমি মিডিয়ায় দেখেছি। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের।"
কী হয়েছিল?
২২ দিন আগে অর্থাৎ ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ED আধিকারিক। সেসময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের অন্দরে এবিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ED র বেঁধে দেওয়া সময়ের মধ্যে ED অফিসে হাজিরা দিতে পারেন শেখ শাহজাহান।