কলকাতা পুরসভার অধিবেশনে 'যৌনগন্ধী' মন্তব্য করায় ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের জবাবদিহি চাইলেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার পুরসভার অধিবেশনে পশ্চিমী সংস্কৃতিতে ‘ফাদার’ এবং ‘নান’দের সম্পর্ক নিয়ে বিভিন্ন গল্পের কথা উল্লেখ করেন অনন্যা। তারই প্রতিবাদ জানান ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী।
সুস্মিতা বলেন, "ফাদার-নানের সম্পর্কে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ করে অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।"
Post Covid-Lungs Problem: পোস্ট কোভিডে ফুসফুসের সমস্যা বাড়ছে ভারতীয়দের, বলছে গবেষণা
সোমবার রাতে ফিরহাদ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, অনন্যার এই মতের সঙ্গে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে। ওঁর কাছে তৃণমূল কংগ্রেস পুর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।
অবশ্য গোটা ঘটনায় নিজের ভুল দেখছেন না অনন্যা। তিনি জানান, তাঁর বাক স্বাধীনতা আছে। দলের কোনও মতামত থাকতেই পারে, তবে তিনি কোনও অন্যায় করেননি, মত অনন্যার।