এবার বিজেপি নেতা দিলীপ ঘোষকে পাল্টা দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম(Firhad Hakim on Dilip Ghosh)। পানিহাটি উৎসবে এসে তিনি বলেন, "বাংলার মানুষ ভিখারি নন। মানুষ মাথা তুলে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar), কন্যাশ্রী(Kanyashree) এগুলো মহিলাদের আরও স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথ করে দিয়েছে।" শনিবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(BJP MP Dilip Ghosh)। তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা।
শনিবার খাদ্যসাথী প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভা থেকে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে কিছু দিয়েছেন! তিনি তো বলেছেন আজীবন দেবেন। কেন্দ্র সরকার(Central Govt.) এই উদ্যোগ বন্ধ করবে বলায় চারিদিকে দৌড়চ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সাংসদরা। বলছেন বন্ধ করবেন না। ভিখারি বানিয়ে রেখেছে সকলকে।
আরও পড়ুন- TMC on Dilip Ghosh: 'বাংলার মানুষকে অপমান', দিলীপ ঘোষের মন্তব্যে পাল্টা আক্রমণ তৃণমূলের
তবে এই ঘটনার পরেই প্রতিবাদে সোচ্চার হয় তৃণমূল(TMC on Dilip Ghosh)। পাল্টা আক্রমণ শানান তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার(Kakali Ghosh Dastidar)। নাম না করে তিনি জানান, বিজেপির(BJP MP Dilip Ghosh) কাছে এটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। লজ্জা হওয়া উচিত।