পুলিশকর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল ব্যারাকপুরে। এর জেরে অতঙ্ক ছড়ায় ওই এলাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি বায়ু সেনার জওয়ান বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ব্যারাকপুর ষষ্ঠীতলায় একটি আবাসনের তৃতীয় তলায় থাকেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশকর্মী। সোমবার সকালে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। দেখেন বাড়ির রান্নাঘরের গুলি করা হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে আটক ওই জওয়ান জানিয়েছেন, সকালে অনুশীলন করার সময় ওই বাড়ির দিকে গুলি চালিয়েছিলেন। তবে অনিচ্ছাকৃতভাবেই ওই কাজ করেছেন তিনি।
ওই বাড়ির সদস্যরা জানিয়েছেন, সেসময় রান্নাঘরে কেউ ছিলেন না। সেকারণে রেহাই মিলেছে। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।