স্বাধীনতা দিবসের দিন উত্তেজনা ইসলামপুরে । তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । আহত হয়েছেন প্রায় ১৪ জন । উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকার ঘটনা ।
পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ রয়েছে, কারও শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি । আহতদের অনেকেই ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই হাট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়ায় । দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে ।
আবার অভিযোগ, বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে পিছন দিক থেকে গুলি করা হয় । তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে । যদিও কয়েকজন আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছে নির্দলদের দিকে ।
ঘটনায় আহত ১৪ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বলে খবর । বাকিরা ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।