দলবদলের জেরে হাওড়ায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। শনিবার রাতে বন্দুক হাতে দলবল নিয়ে দাপিয়ে বেড়ায় প্রাক্তন তৃণমূল নেতা গুড্ডু খান। পুলিশ সূত্রে খব্র, নাজিরগঞ্জের লিচুবাগানে তৃণমূলের মহিলা যুব সভাপতির বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক। তাদের অনেকের হাতেই বন্দুক ছিল। সিসিটিভি ফুটেজে প্রাক্তন তৃণমূল নেতা গুড্ডু খানকে তাদের নেতৃত্ব দিতে দেখা যায়। বাড়ির গেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এমনকি, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন বেশ কয়েকজন। রবিবার ভোরেই থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত তৃণমূল নেতৃত্ব। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকাতেই তৃণমূল নেতা ওয়াইজুর খানকে গুলি করে খুন করা হয়। করে খুন করা হয়েছিল। এবার ফের মৃত ওয়াইজুর খানের পরিবারের ওপর আক্রমণের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
আরও পড়ুন- West Bengal Weather Update: মাঘেও 'উধাও' শীত, চড়চড়িয়ে বাড়ছে পারদ, ঘাম ঝরছে বঙ্গবাসীর
পুলিশ সূত্রে খবর, হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী এই গুড্ডু খান। ২০২১ সালে বিজেপিতে যোগ দিলেও ফের তিনি তৃণমূলে ফিরতে চাইছেন বলেও খবর। কিন্তু ওয়াইজুর খানের পরিবার তাতে বাধা হয়ে দাঁড়ানোয় হামলা কিনা, সেকথাও ভাবাচ্ছে পুলিশকে।