ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গড়িয়ায়। একটি ব্যাঙ্কে ঢোকার সময় এক মহিলার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে চার অচেনা যুবকের বিরুদ্ধে। সেসময় বাধা দেওয়া হলে গুলি চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রেফতার এক অভিযুক্ত।
কী ঘটেছে?
জানা গিয়েছে শুক্রবার দুপুরে ব্যাঙ্কে ঢুকছিলেন এক মহিলা। তাঁর নাম শ্যামলী চক্রবর্তী। সঙ্গে ছিল একটি ব্যাগ। সেসময় চার যুবক তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পথচলতি এক যুবক অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর জেরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলা জানিয়েছেন, তাঁর ব্যাগে ৭০০ টাকা নগদ এবং বেশ কিছু কাগজপত্র ছিল।