উচ্চমাধ্যমিক প্রশ্নে এবার প্রথম ব্যবহার করা হবে ইউনিক কোড। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে ওই ইউনিক সিরিয়াল নম্বর। উত্তরপত্রে সেই সিরিয়াল লিখতে হবে পরীক্ষার্থীদের। সই করার সময় পরীক্ষার পরিদর্শকরা উত্তরপত্রে ইউনিক কোড আছে কিনা, দেখে নেবেন।
সাধারণত জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এমন ইউনিক কোডের ব্যবহার দেখা যায়। এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে এমন কোডের ব্যবহার হবে। আগেই সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা রাখতেই এবার উচ্চমাধ্যমিকে ইউনিক কোডের আলাদা ভূমিকা থাকবে। এবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু পর্ষদের, ৯,৫৩৩ জন পাবেন নিয়োগপত্র