প্রথমবার ছক ভাঙা ফ্যাশান শো রাজ্যে, আয়োজন বাঁকুড়ার মুকুটমণিপুর মেলায়। বাঁকুড়া জেলার এই মেলা শুরু হয়েছিল আজ থেকে বছর ২৪ এক আগে। এবার সেখানেই আয়োজিত হল, আদিবাসী ফ্যাশান শো। আদিবাসী তরুণীদের সঙ্গে পাল্লা দিয়ে র্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
Bangladesh Election 2024 : নজরে গোপালগঞ্জ, ভোটের আগের দিনেও বিরোধীদের ধর্মঘটকে ঘিরে উত্তাল বাংলাদেশ
বাঁকুড়া জেলার এই মেলার লক্ষ্যই, মুকুটমণিপুর পর্যটনকে উন্নত করা, এবং আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা৷ গামছা, ধুতি, মাদল, পাছাপেরে শাড়িতে সেজেই র্যাম্পে হাঁটলেন আদিবাসীরা। তাঁদের সাজের ধরন, পোশাক, গহনার ধরন তুলে ধরলেন নানা সাজে। আর এই ফ্যাশান শো দেখতে পর্যটকদের উচ্ছ্বাস ছিল দারুণ। মূলত খাতড়া আদিবাসী কলেজের ১১ জুটিকে বেছে, ৭ দিন ধরে প্রশিক্ষণ দিয়ে তাঁদের মঞ্চে তোলা হয়েছে। সঙ্গে ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডিও।