বালুরঘাট শিশু খুন কাণ্ডে গ্রেফতার আরও ১। রবিবারই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত সহ ৩ জনকে। ফলে সোমবার মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। ঘুড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে অপহরণ এবং খুনের অভিযোগে রবিবার উত্তাল হয়ে ওঠে বালুরঘাট। সেদিন সন্ধ্যেবেলায় দীপ হালদার নামে ওই শিশুর ক্ষতবিক্ষত বস্তাবন্দী দেহ উদ্ধার করা হয়। এরপরই বালুরঘাট থানায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অভিযুক্তের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, ধৃত মানস সিং সারাদিন নেশা করে থাকত। সোমবারও তার বাড়ি থেকে মদের একাধিক বোতল উদ্ধার হয় বলেই খবর। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসাও ছিল ওই যুবকের। এমনকি, তার বিরুদ্ধে চুরির অভিযোগও রয়েছে বলেই দাবি পুলিশের।
জানা গিয়েছে, ওই শিশুকে অপহরণ করে প্রতিবেশী যুবক মানস সিং ও তার দুই সঙ্গী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শহরের ১০ নম্বর ওয়ার্ডের গোপালন কলোনি এলাকায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ। শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার চেয়ারম্যান অশোক মিত্র।
আরও পড়ুন- Balurghat Child Murder: বালুরঘাটে অপহৃত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত
সন্ধ্যেবেলা অভিযুক্ত মানস সিংয়ের বাড়ির পাশ থেকেই ওই শিশুর দেহ উদ্ধার হয়। এরপরই মানস সিংয়ের বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। মনে করা হচ্ছে, ওই শিশুকে পাচার করার চক্রান্ত করছিল ওই অভিযুক্ত। পুলিশের অনুমান, সফল না হওয়ায় শিশুকে পিটিয়ে মেরে ফেলে অভিযুক্ত।