রোজই তাঁরা কাজ করতেন চেম্বারে নেমে। কিন্তু রবিবার যেন সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল। মাছের চেম্বারে কাজ করতে নেমে কর্নাটকে (Karnataka) প্রাণ হারালেন বাংলার (West Bengal) পাঁচ শ্রমিক। তাঁরা সবাই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার (Deganga) বাসিন্দা। নিহতদের নাম মিজানুর ইসলাম, শারাফত আলি, ওমর ফারুক, নিজানউদ্দিন এবং সমিউল ইসলাম। এই ঘটনায় স্বভাবতই শোকের ছাড়া উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।
জানা গিয়েছে, গত কয়েকদিন আগেই এই এলাকা থেকে কর্নাটকে চাকরি করতে গিয়েছিলেন বেশ কয়েকজন যুবক। দক্ষিণ কর্নাটকের (South Karnataka) বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামে এক মাছের কোম্পানির শ্রমিক ছিলেন তাঁরা। রবিবার বিকালে সেই মাছের কোম্পানির একটি চেম্বারে একজন শ্রমিক নামেন, তারপর পরপর ৭ জন শ্রমিক সেই চেম্বারে নামেন। সেই চেম্বার থেকে কর্তৃপক্ষ পরে এক -এক করে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ পাঁচ পরিবারের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিম দক্ষিণ কর্নাটকের বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।