ফের মা হল শিলা। গত ১১ মার্চ শিলিগুড়ির বেঙ্গল সাফারির(Bengal Safari) বাঘ শিলা ৫ সন্তানের জন্ম দেয়। আপাতত মা ও সন্তানরা সকলেই সুস্থ আছে বলে জানা গেছে।
বেঙ্গল সাফারি সূত্রে খবর, এই নতুন ৫ শাবক ছানার জন্মের পর সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের(Royal Bengal Tiger) সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। এই খবরে রীতিমতো খুশির হাওয়া বইছে বেঙ্গল সাফারিতে(Bengal Safari)।
আরও পড়ুন- West Bengal Weather: চরচরিয়ে বাড়ছে গরম, নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে
এর আগেও মা হয়েছে শিলা। এই সাফারিতে প্রথমবার তিন সন্তানের জন্ম দিয়েছিল সে। যাদের নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) স্বয়ং। ওই তিন সন্তানের নাম ছিল কিকা, রিকা এবং ইকা।