লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। জলঢাকা এবং তিস্তা নদীর জল বিপদসীমা ছুঁয়ে বইছে। আলিপুরদুয়ার, দার্জিলিং , জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আগামী ২ থেকে ৩ দিন পাহাড় সহ সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।
WB Panchayet Election: ভাঙড়ের কন্ট্রোল রুমে আটকে রেখে আরাবুলকে 'হুমকি', বিস্ফোরক অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বৃহস্পতিবার, ফুলেশ্বরী, জোড়াপানি, সাহু , মহানন্দার জলস্তর ফুলে ফেঁপে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির বানারহাটে। প্রায় ২৯০ মিলিমিটার। মালবাজার, হাসিমারা এলাকারও একই অবস্থা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
ধুপগুড়ি ব্লকের বারোহালিয়া, মজুমদার কলোনি,জ্যোতিষের কলোনী,বানারহাট, নাগরাকাটা, বিন্নাগুরি মত জায়গা গুলো জলমগ্ন পরিস্থিতি রয়েছে। জল নামতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।