২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে ৮৫.১৬% । শুক্রবার সকালে পর্ষদ সভাপতির এই ঘোষণার পরেই রাজ্যের প্রতিটি স্কুলেই মার্কশিট প্রদানকে কেন্দ্র করে শুরু হয়েছিল তৎপরতা। কিন্তু অতীতের খাতা ঘেঁটে দেখা যাচ্ছে, প্রায় ৬ বছর পর মাধ্যমিকে কমল পাসের হার। গত বছর মাধ্যমিকে পাসের হার ছিল প্রায় ৮৭%, ২০১৭ সালের পর গত ৬ বছরে এই বছর পাসের হার কমল ০.৪৫% ।
Madhyamik Result 2023: কৃষ্ণনগরের মেয়ের ইচ্ছে মহাকাশ নিয়ে গবেষণার, বিজ্ঞান নিয়ে পড়বে রুদ্রনীল
তবে এর একটা বড় কারণ হল এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিল। প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী চলতি বছর অসফল হয়েছেন। পরীক্ষার্থীর মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন।